মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিবন্ধন পুনর্বহাল, ‘হুক্কা’র বদলে ‘চশমা’ প্রতীক পেল জাগপা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

নিবন্ধন পুনর্বহাল, ‘হুক্কা’র বদলে ‘চশমা’ প্রতীক পেল জাগপা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দলটির প্রতীক হিসেবে ‘হুক্কা’র পরিবর্তে ‘চশমা’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত গেজেট মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রকাশিত হয়েছে। এতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর রয়েছে।


বিজ্ঞাপন


২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে জাগপাকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। তবে নিবন্ধনের শর্ত প্রতিপালনে ব্যর্থ হওয়ায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে তৎকালীন কমিশন। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে একই বছর হাইকোর্টে রিট করেন জাগপা সভাপতি তাসমিয়া প্রধান। চলতি বছরের মার্চে আদালত দলটির নিবন্ধন পুনর্বহালের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন।

এতে বলা হয়, The Representation of the People Order, 1972 এর Chapter VIA এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-কে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয় করে এবং প্রতীক ‘হুক্কা’।

এবার ৯ নভেম্বর ২০২৫ তারিখ তাহারা দলের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি’-র সাথে ‘জাগপা’ সংযোজন এবং দলের প্রতীক ‘হুক্কা’-র পরিবর্তে ‘চশমা’ বরাদ্দের জন্য আবেদন করে।

ইসি এ আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ এবং প্রতীক ‘চশমা’ নির্ধারণ করা হলো।


বিজ্ঞাপন


এমএইচএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর