জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে অনড় রয়েছে ইসলামী সমমনা আট দল। তবে আগামীকাল মঙ্গলবার থেকে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে মাসব্যাপী প্রচারণা শুরু করবে তারা।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে ইসলামী আট দলের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের নেতারা এসব তথ্য জানান।
বিজ্ঞাপন
আট দলের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে। তফসিল ঘোষণার পর পরবর্তী কর্মসূচি জানানো হবে। আসন সমঝোতার ভিত্তিতে ইসলামী ঐক্যের প্রার্থী ঘোষণা করা হবে। সমঝোতার ফলে প্রতিটি আসনে আট দলের একজন করে প্রার্থী থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে।
খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বলেন, বৃহত্তর স্বার্থে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের সরকারি সিদ্ধান্তের কারণে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে আট দল একযোগে প্রচারণায় নেমেছে। মাসজুড়ে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন চলবে। তবে বিজয় দিবসের অনুষ্ঠান তারা নিজেদের মতো করে পালন করবে।
এর আগে পুরানা পল্টনের কালভার্ট রোডে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে দেশের আট বিভাগে সমাবেশ করেছে ইসলামী দলগুলো।
এআর

