এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নতুন রাজনৈতিক যাত্রার এই আনুষ্ঠানিক ঘোষণার পেছনে রয়েছে দীর্ঘ কয়েক বছরের প্রস্তুতি ও আলোচনার ইতিহাস। অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তিন পক্ষের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন এক নির্বাচনী জোটের আত্মপ্রকাশ ঘটল।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় নতুন জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম।
বিজ্ঞাপন
জোটের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আজকের আনুষ্ঠানিক ঘোষণার পেছনে দীর্ঘ কয়েক বছরের ইতিহাস আছে। আমরা গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে ক্যাম্পেইন করব এবং নির্বাচনের পর সংস্কার বাস্তবায়নে কাজ করব।’
আরও পড়ুন: এনসিপিসহ ৩ দলের নতুন জোট ঘোষণা
জোটের নাম ঘোষণার সময় নাহিদ ইসলাম বলেন, ‘আজকে আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি। আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়েছি। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশার ভিত্তিতে বাংলাদেশকে নতুন রাজনৈতিক দিশা দিতে আমরা তিনটি দল হাতে হাত মিলিয়েছি।’
তিনি আরও বলেন, ‘পুরোনো রাজনীতি দিয়ে পুরোনো ফ্যাসিবাদকে দমন করা যায় না। নতুনরা নতুন ভাষায় ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছে বলেই নতুন বাংলাদেশের সূর্যোদয় আমরা পেয়েছি।’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, ‘অর্থনৈতিক ও গণতান্ত্রিক সংস্কারকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। নির্বাচনেও আমরা একসঙ্গে অংশ নেব।’
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জোটটির মূল লক্ষ্য হবে রাজনৈতিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করা এবং নতুন প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় নতুন দিশা দেওয়া।
টিএই/এআর

