সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতৃত্বে সাইফ, নাজমুল ও যুবায়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

শেয়ার করুন:

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতৃত্বে সাইফ, নাজমুল ও যুবায়ের
নাজমুল বাশার, সাইফ ইবনে সারওয়ার ও যুবাইর আহমেদ সরদার

উৎসবমুখর পরিবেশে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রথম আহ্বায়ক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে ৫ ডিসেম্বর অনলাইনে নির্বাচন অনুষ্ঠিত হয়।

রোববার (৭ ডিসেম্বর) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


তিনি জানান, আহ্বায়ক পদে সর্বোচ্চ ভোট পেয়ে সাইফ ইবনে সরওয়ার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্যসচিব পদে নাজমুল বাশার ও মুখ্য সংগঠক পদে নির্বাচিত হয়েছেন যুবাইর আহমেদ সরদার।

ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের আহ্বায়ক ও সদস্যসচিব পদে মোট ১৩ জন প্রার্থী এই নির্বাচনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন দেশের কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবসহ মোট সর্বমোট ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এনসিপি ডায়াস্পোরার নেতৃবৃন্দ ও সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, নবনির্বাচিত আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তগণ তাদের দূরদর্শী নেতৃত্ব, সুষ্ঠু সিদ্ধান্তগ্রহণের সক্ষমতা, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে সংগঠনের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের নেতৃত্বে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হয়ে উঠবে এবং বিশ্বব্যাপী বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে।


বিজ্ঞাপন


নবনিযুক্ত আহ্বায়ক কমিটির প্রতি ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর