শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাশুড়িকে দেখে মায়ের বাসায় জুবাইদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

শেয়ার করুন:

J
এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে মায়ের বাসার উদ্দেশে ডা. জুবাইদা রহমান। ছবি- ঢাকা মেইল

৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অসুস্থ শাশুড়ি বেগম খালেদা জিয়াকে দেখতে লন্ডন থেকে ঢাকায় উড়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। সেই কাজ সমাধা করে গেলেন ধানমণ্ডিতে মায়ের বাসায়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে চড়ে শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছান ডা. জুবাইদা।


বিজ্ঞাপন


BNP2_(2)
এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদার সঙ্গে বিএনপি নেত্রী সেলিমা রহমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তারেক রহমানের সহধর্মিণী ছুটে যান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, যেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তার শাশুড়ি। 

এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ডা. জুবাইদা। সংক্ষিপ্ত এ যাত্রায় চিকিৎসকদের গ্রিন সিগন্যাল পেলে শাশুড়িকে নিয়েই লন্ডনে ফিরবেন তিনি। তার আগে গেলেন ধানমণ্ডিতে মায়ের সঙ্গে দেখা করতে।

গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।


বিজ্ঞাপন


BNP1
হাসপাতালে বেগম জিয়াকে দেখার পর গাড়ি নিয়ে ধানমণ্ডিতে মায়ের বাসার উদ্দেশে যাচ্ছেন ডা. জুবাইদা।

এ লক্ষ্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠাবেন কাতারের আমির। তবে সেটি এখনো দেশে না পৌঁছানোয় পিছিয়ে গেছে বেগম জিয়ার লন্ডন যাত্রা। 

এ সম্পর্কে শুক্রবার (৫ ডিসেম্বর) নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়ার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স শনিবার দেশে পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে।

সংকটাপন্ন খালেদা জিয়াকে এই মুহূর্তে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব কি না, এ সম্পর্কে তিনি বলেছেন, ‘ম্যাডাম ফ্লাই করতে পারবেন কি না, সেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।’

এএইচ   

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর