শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেগম জিয়ার সংকটাপন্ন অবস্থার জন্য হাসিনা দায়ী: রাশেদ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পিএম

শেয়ার করুন:

R
ঝিনাইদহে খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলছেন গণঅিধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি- প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান সংকটাপন্ন অবস্থার জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দায়ী বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

তিনি বলেছেন, ‘শেখ হাসিনা ষড়যন্ত্রের মাধ্যমে বারবার বেগম খালেদা জিয়াকে নানাভাবে হেনস্তা করেছে। তাকে মামলা দিয়ে কারাগারে নিয়ে দমিয়ে দিতে চেয়েছে। ন্যূনতম চিকিৎসাটুকু দেওয়া হয়নি। আমরা বেগম জিয়ার জন্য দোয়া চাই।’ 


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ।

গণঅধিকার পরিষদ নেতা বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র আগে থেকেই চলছে। কাজেই বেগম খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে অনেকেই বিরুপ মন্তব্য করছেন। এ ধরনের মন্তব্য দেখে মনে হচ্ছে যেন ‘মায়ের চেয়ে মাসির দরদ বেশি’।’

রাশেদ খান আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া কেবল বিএনপি নেত্রী না, তিনি গণতন্ত্রকামী সকল দলের নেতা। দেশের মানুষ আজ বেগম খালেদা জিয়ার জন্য কাঁদছে। এটি একজন নেতার জন্য কম পাওয়া নয়।’

দোয়া মাহফিলে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।


বিজ্ঞাপন


এসময় দলটির নেতাকর্মী ও মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর