ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈলের আংশিক এলাকা) আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এসময় নতুন করে মোট ৩৬টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়।
এর আগে গত ৩ নভেম্বর প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আসনে প্রার্থী হয়েছেন।
ওই প্রার্থী তালিকায় ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিভিন্ন পর্যায়ের ১২ চিকিৎসক।
তারা হলেন—অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন (দিনাজপুর ৬), ডা. রফিকুল ইসলাম বাচ্চু (গাজীপুর ৩), ডা. আনোয়ারুল হক (নেত্রকোনা ২), ডা. মইনুল হাসান সাদিক (গাইবান্ধা ৩), ডা. মাহাবুবুর রহমান লিটন (ময়মনসিংহ ৭), ডা. কে এম বাবর (গোপালগঞ্জ ২), ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন (ঢাকা ১৯ সাভার), ডা. সাখাওয়াত হোসেন জীবন (হবিগঞ্জ ২), ডা. খন্দকার জিয়াউল ইসলাম (গাইবান্ধা ১), ডা. সানসীলা জেবরীন প্রিয়াংকা (শেরপুর ১), ডা. ইকরামুল বারী টিপু (নওগা ৪) ও ডা. এম.এ. মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর)।
বিজ্ঞাপন
এই তালিকায় এবার নতুন করে যোগ হলো ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালামের নাম।
এসএইচ/এএইচ
