শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কপাল পুড়ল কামাল জামানের, মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা মিঠু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

কপাল পুড়ল কামাল জামানের, মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী নাদিরা মিঠু
নাদিরা মিঠু

অবশেষে মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থীকে বেছে নিয়েছে বিএনপি। এই আসনে গত ৩ নভেম্বর বিএনপি কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেওয়ার এক দিন পর প্রার্থিতা স্থগিত করে দলের হাইকমান্ড। এ নিয়ে ওই আসনে আন্দোলনও হয়েছে। কিন্তু এবার কামাল জামানকে বাদ দিয়ে নাদিরা মিঠুকে প্রার্থী করেছে বিএনপি।
 
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ আসনে তালিকা ঘোষণা করেন। সেখানে মাদারীপুর-১ আসনে প্রার্থী হিসেবে নাদিরা মিঠুর নাম ঘোষণা করা হয়েছে।
 
নতুন প্রার্থী নাদিরা মিঠু মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী। তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নাদিরা মিঠু। এর আগে তিনি বিএনপি থেকে উপজেলা নির্বাচনেও অংশ নিয়েছিলেন। 
 
বিইউ/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর