শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এভারকেয়ারের সামনে যেভাবে সময় কাটছে বিএনপি নেতাকর্মীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পিএম

শেয়ার করুন:

BNP
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষমাণ বিএনপির নেতাকর্মীরা। ছবি- ঢাকা মেইল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবনের সবচেয়ে সংকটময় সময় পার করছে। গুরুতর অসুস্থ অবস্থায় গত ১১ দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি। 

এই পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা হাসপাতালের আশেপাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করছেন এবং নেত্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।


বিজ্ঞাপন


হাসপাতালের প্রাঙ্গণে দিন শুরু হয় সাধারণ নেতাকর্মীদের। ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন তারা। কেউ কেউ নেত্রীর জন্য দোয়া করছেন, কেউ আবার বুকভরা ব্যথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন।

সবচেয়ে চোখে পড়ছে দলের তরুণ কর্মীদের ব্যস্ততা। তারা একদিকে নেত্রীকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে ক্যামেরায় ছবি তুলছেন, লাইভ ভিডিও করছেন। তবে প্রত্যেকের কণ্ঠে একটাই আবেদন— আপসহীন নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসেন।

BNP

সরেজমিনে হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে করিডোরে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের চোখে দেখা গেল অস্থিরতা, উদ্বেগ আর  আকুতি। দলের নবীন ও প্রবীণ নেতাদের সকলেই মনে করছেন, এই সময়ে দোয়া, প্রার্থনা এবং শৃঙ্খলাপূর্ণ আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 


বিজ্ঞাপন


বিএনপি কর্মী সামিউল হক বলেন, আমরা চাইছি, নেত্রীর জন্য সর্বোচ্চ চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হোক। তার সুস্থতা দেশের জন্য মানবিক ও রাজনৈতিক দিক থেকে অপরিহার্য। 

দলটির সিনিয়র নেতা জাহিদুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে আমাদের সব আশা এবং দোয়া নেত্রীর সুস্থতার জন্য। তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, সংগ্রামের প্রতীক, দেশের গণতান্ত্রিক চেতনার অবিচ্ছেদ্য অংশ। তার দ্রুত সুস্থতা নিশ্চিত হওয়া সবার জন্য গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশে ন্যায়, উন্নয়ন ও অধিকার আদায়ের প্রতীক। আমাদের বেঁচে থাকার চেয়ে তার বেঁচে থাকা এখন বেশি জরুরি। তিনি দেশে শান্তি, সংহতি এবং গণতন্ত্রের মর্যাদা রক্ষায় যে ভূমিকা রেখেছেন, তা আমরা ভুলতে পারব না।

BNP2

হাসপাতালের বাইরে নেতাকর্মীরা কখনো একসঙ্গে দাঁড়িয়ে থাকছেন, কখনো ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে আড্ডা দিচ্ছেন। সবার কর্মকাণ্ডেই বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করার আকাঙ্ক্ষা। 

আশিকুর রহমান নাসের নামে বিএনপির এক কর্মী বলেন, আমরা শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি মুহূর্ত প্রার্থনায় কাটাচ্ছি। আমাদের লক্ষ্য নেত্রীকে দ্রুত সুস্থ দেখা।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেক ব্যবহারকারী লিখছেন, নেত্রী ছাড়া দল নয়, নেত্রী ছাড়া রাজনীতির প্রাণ নেই। আল্লাহ তাকে হেফাজত করুন। 

এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখা হচ্ছে, যাতে রোগী ও স্বজনরা সমস্যায় না পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হাসপাতালে কতর্ক অবস্থায়।

এএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর