রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন জরিপ: বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াত!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

BNP-Jamat
বিএনপি ও জামায়াতের ব্যবধান চার শতাংশ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগে একটি নতুন জরিপ প্রকাশিত হয়েছে। এই জরিপের ফলাফলে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর জনসমর্থনের ব্যবধান খুবই কম, মাত্র চার শতাংশ। জনসমর্থনের বিএনপির ঘাড়ে জামায়াতে ইসলামী নিঃশ্বাস ফেলছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।  

মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি-ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপে দেখা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ শতাংশ ভোটার বিএনপিকে এবং ২৬ শতাংশ ভোটার জামায়াতে ইসলামীকে ভোট দেবেন বলে জানিয়েছেন। ফলাফলে দেখা যায় দুই দলের সম্ভাব্য ভোটের ব্যবধান মাত্র চার শতাংশ।


বিজ্ঞাপন


‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ, সেপ্টেম্বর–অক্টোবর ২০২৫’ শিরোনামে এই জরিপের ফল সোমবার (১ ডিসেম্বর) প্রকাশ করা হয়।

চার হাজার ৯৮৫ জন ভোটারের সাক্ষাৎকারের ভিত্তিতে পরিচালিত এই জরিপে দেশের আটটি বিভাগের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়; রাঙামাটি জেলা এতে অন্তর্ভুক্ত ছিল না। অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৮ বছর বা তার বেশি। সরাসরি উপস্থিত থেকে সিএপিআই পদ্ধতিতে সাক্ষাৎকার নেওয়া হয়।

আরও পড়ুন

জামায়াতের সমালোচনা পাটওয়ারীর, বিএনপির সঙ্গে ঐক্যের বার্তা

বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায় জাপা!

জরিপকারীদের দাবি, ফলাফলের আস্থার পরিমাণ ৯৫ শতাংশ; তবে তথ্য ব্যাখ্যায় ১ দশমিক ৪ শতাংশ ওঠানামা থাকতে পারে। জরিপটি ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত একটি স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করে।


বিজ্ঞাপন


একই শর্তে আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন হলে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেবেন ৬ শতাংশ ভোটার, জাতীয় পার্টিকে ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪ শতাংশ ভোটার। অন্যান্য দল মিলে ভোট পাবে ৮ শতাংশ।

জরিপে আরও উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা ও সরকারের কাজ নিয়ে সন্তুষ্টি তুলনামূলকভাবে বেশি। অংশ নেওয়া ৬৯ শতাংশ মানুষ ড. ইউনূসকে সমর্থন করেছেন এবং ৭০ শতাংশ বর্তমান সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্টি জানিয়েছেন। ভবিষ্যতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ৮০ শতাংশ উত্তরদাতা।

এম/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর