শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান বিএনপির
খালেদা জিয়ার স্বাস্থ্যের তথ্য প্রকাশে সতর্ক থাকার আহ্বান বিএনপির

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সতর্কতার সঙ্গে তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে। 

সোমবার (১ ডিসেম্বর) বিএনপি বিবৃতিতে জানিয়েছে যে, খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত সকল তথ্য দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।


বিজ্ঞাপন


বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য গণমাধ্যমে শুধু ডা. জাহিদের মাধ্যমে প্রকাশ করা হবে। অযাচিত, যাচাই-বাছাইহীন বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চেয়ারপারসনের চিকিৎসা সংক্রান্ত সব সিদ্ধান্ত চিকিৎসকরা নেন। ‘চিকিৎসকেরা যেকোনো মুহূর্তে তথ্য দেবেন, আমরা তা জানিয়ে দেব। এর বাইরে কোনো সূত্র থেকে তথ্য প্রকাশ না করার জন্য গণমাধ্যমকে বিশেষ অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দেওয়ার জন্য গণমাধ্যমকে সতর্ক করা হয়েছে। ‘ব্যক্তিগত চিকিৎসক এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড.এম. জাহিদ হোসেন ছাড়া অন্য কোনো বক্তব্য ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। একই সঙ্গে গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

এর আগে বিএনপি জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য শুধু ডা. জাহিদ ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানাবেন।


বিজ্ঞাপন


প্রসঙ্গত, সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন যা-ই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।’
এরপর থেকে দেশের নানা জায়গায় উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে বিএনপি আবার সতর্ক করে জানিয়েছে, এই বিষয়ে শুধুমাত্র ডা. জাহিদের বক্তব্যই গ্রহণযোগ্য।

এম/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর