সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
ফজলুর রহমান (ফাইল ছবি)

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। এ বিষয়ে আগামী রোববার (৩০ নভেম্বর) শুনানির দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।


বিজ্ঞাপন


অভিযোগে তামীম বলেন, বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ফজলুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে মানেন না বলে মন্তব্য করেছেন। এই না মানার পেছনে যুক্তি দিয়ে ফজলুর রহমান বলেছেন, ওই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য। তাই সেখানে অন্য কোনো বিচার হতে পারে না। 

আসন্ন সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা রয়েছে ফজলুর রহমানের।

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর