রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সেই ফয়জুল এখন জামায়াতের এমপি প্রার্থী!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

বিএনপি নেতা দাবি করা সেই ফয়জুলের মনোনয়ন জামায়াত থেকে
বিএনপি নেতা দাবি করা সেই ফয়জুলের মনোনয়ন জামায়াত থেকে। ছবি: সংগৃহীত

দলের নেতারা না জানলেও ড. ফয়জুল হক নিজেকে পরিচয় দিতেন বিএনপি নেতা হিসেবে। গত জুলাই মাসে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকে নিজ এলাকায় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে নামার প্রস্তুতি নেন। বিএনপি ছেড়ে যাওয়া সেই নেতাকে এবার ঝালকাঠি-১ আসন থেকে জামায়াতের প্রার্থী করা হয়েছে।

ড. ফয়জুল হক এই আসনে প্রার্থী হচ্ছেন তা বুধবার (২৬ নভেম্বর) নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। তিনি জানান, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে ড. ফয়জুল হকের নাম ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


এর আগে গত ১২ জুলাই ফেসবুকে দেওয়া পোস্টে ফয়জুল হক দাবি করেছিলেন, তিনি বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, “বিএনপি থেকে পদত্যাগপত্র: আমি, ড. ফয়জুল হক, আজ গভীর আবেগ ও বিবেচনার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। ২০১৫ সালে গঠিত বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) এবং ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দেশে ও বিদেশে গত বছরগুলোতে বিএনপি, জামায়াত, হেফাজত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বৈষম্যবিরোধী আন্দোলনসহ ইসলামপন্থী ও সামাজিক বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছি। আমি সবসময় চেয়েছি একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ও মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে।”

3
বুধবার (২৬ নভেম্বর) ঝালকাঠি শহরে সংবাদ সম্মেলনে ফয়জুল হকের মনোনয়ন ঘোষণা করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট খান হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

পোস্টে তিনি আফসোস প্রকাশ করে লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, ৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব ধীরে ধীরে বামঘেঁষা মতাদর্শের প্রভাবে পরিচালিত হচ্ছে। যেসব ইসলামপন্থী দল ও ইসলামিক চিন্তাবিদরা অতীতে বিএনপির পাশে ছিলেন, আজ তাদের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেওয়া হচ্ছে, যা আওয়ামী লীগের কথার সাথে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এসব অবস্থান আমার বিশ্বাস, চেতনাসম্মত রাজনীতির পরিপন্থী। আমি একজন ডানপন্থী রাজনীতিক হিসেবে আজ স্পষ্টভাবে বুঝতে পারছি, আমাকে দলীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখা হয়েছে।”


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব ড. ফয়জুল হকের বিএনপি ছাড়ার ঘোষণাটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। খোদ বিএনপির নেতাকর্মীরাও প্রশ্ন তুলেন, তিনি আদৌ কি বিএনপি করতেন? বিশেষ করে তার নিজ জেলা ঝালকাঠি বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবও তখন ঢাকা মেইলের কাছে প্রতিক্রিয়ায় বলেন, তিন দশক ধরে দলের সঙ্গে থাকলেও ফয়জুল হক যে বিএনপি করতেন, তা সম্পর্কে তারা কিছু জানেন না।

নিজেকে বিএনপি নেতা দাবি করলেও তার জামায়াতসহ অন্যান্য দলের লোকজনের সঙ্গে আগে থেকেই সখ্যতা ছিল। বিভিন্ন সময় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতাদের সঙ্গে একান্তে ছবি নিজের ফেসবুকে পোস্ট করতেন।

নিজ এলাকা ঝালকাঠিতে জেলা জামায়াতের পক্ষ থেকে আমিরকে ফুলেল শুভেচ্ছা জানানোর ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়া চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গেও তার ঘনিষ্ঠতা আছে।

গত জুলাইয়ে পদত্যাগের ঘোষণার পর ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সঙ্গে কথা হয় ঢাকা মেইলের। তিনি প্রতিক্রিয়ায় বলেন, “এই লোক যে বিএনপি করেন, তার সম্পর্কে আমি বিস্তারিত কিছু জানি না। জামায়াতের লোকজনের সঙ্গে সম্পর্ক আছে। জেলা জামায়াতের শীর্ষ নেতা একজন আছেন, তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানাতে পারব।”

ফয়জুল হক বিএনপির সদস্য কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “দলের কেউ হলে তো আমি চিনতাম। তার তো সেভাবে কখনও কোনো ভূমিকা দেখিনি। সদস্য হওয়া তো পরের বিষয়।”

3

ঢাকা মেইলের পক্ষ থেকে রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশার বিষয়ে জানতে ড. ফয়জুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে, ২০১৫ সালের ৪ অক্টোবর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মালয়েশিয়া বিএনপির কমিটির প্রেস রিলিজ পাঠানো হয়। তালিকার ৪০ নম্বরে সহ-সমাজকল্যাণ সম্পাদকের জায়গায় মো. ফয়জুল হক নাম রয়েছে।

ফয়জুল হক ২০২১ সালে করোনার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এলাকায় করোনা প্রতিরোধক সামগ্রীও বিতরণ করেছিলেন।

যদিও বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, তিনি জামায়াত থেকে নির্বাচন করতে পারেন। জেলা জামায়াতের আমিরের ঘোষণার মধ্য দিয়ে সেই গুঞ্জন সত্যি হলো।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর