শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মির্জা আব্বাসের আসনে এনসিপি থেকে লড়তে চান সেই রিকশাচালক!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

শেয়ার করুন:

মির্জা আব্বাসের আসনে এনসিপি থেকে লড়তে চান সেই রিকশাচালক!
মির্জা আব্বাসের আসনে এনসিপি থেকে লড়তে চান সেই রিকশাচালক!

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন নিলেন জুলাই গণঅভ্যুত্থানের সাহসী রিকশাচালক সুজন। জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের চরম মূহুর্তে তিনি রাস্তায় ছিলেন। তখন তার স্যালুট দেয়ার দৃশ্য ভাইরাল হয়েছিল। এনসিপি থেকে মনোনয়ন পেলে তিনি বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে লড়বেন।

দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে ফ্রন্টলাইনার হিসেবে শ্রমিক ভাইদের পাশাপাশি রিকশাচালক ভাইয়েরাও সম্মুখ সারিতে লড়াই করেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি রামপুরায় একজন জুলাই যোদ্ধাকে বাঁচাতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হওয়া ইসমাইল ভাইকে। তার মত শত শত রিকশাচালক ভাইয়েরা ছাত্র-জনতার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন।

তিনি আরও জানান, আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে চেষ্টা করছি জুলাইয়ে যুদ্ধ করা সব বর্গের মানুষকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে।

বিইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর