জুলাই জাতীয় সনদ জারির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল। তবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করার যে সিদ্ধান্ত, সেটির নিন্দা জানিয়ে তারা প্রধান উপদেষ্টাকে তা প্রত্যাহারের আহ্বান করেছে।
বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমমনা দলগুলোর বৈঠক ও সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘জাতির মুক্তির প্রত্যাশা পূরণে নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার দেওয়া দুটি যুক্তি—টাকা সাশ্রয় এবং একসঙ্গে আয়োজনের জটিলতা—বেশিরভাগ দিক থেকে যথেষ্ট গ্রহণযোগ্য নয়।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: জুলাই জাতীয় সনদ: প্রধান উপদেষ্টার পূর্ণ ভাষণ
তিনি আরও বলেন, ‘সমমনা দলগুলো আশা করে যে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জনগণ কোন প্রস্তাব গ্রহণ করছে তা স্পষ্ট হবে। এরপরই নির্বাচনের ফলাফলের ভিত্তিতে প্রাসঙ্গিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এটি ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক পদ্ধতি।’
অপর দিকে তিনি জানান, প্রধান উপদেষ্টার ভাষণে কিছু ইতিবাচক বিষয় রয়েছে, যা বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক হতে পারে। তবে একসঙ্গে নির্বাচন ও গণভোট করার সিদ্ধান্ত জনমতের স্পষ্টতা ও কার্যকারিতা কমিয়ে দিয়েছে।
সমমনা দলগুলো আগামীকাল শুক্রবার বিস্তারিত প্রতিক্রিয়া জানাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

