শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আপনারা মজলুম ছিলেন, জালেম হওয়ার চেষ্টা করবেন না: বিএনপিকে রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

আপনারা মজলুম ছিলেন, জালেম হওয়ার চেষ্টা করবেন না: বিএনপিকে রাশেদ প্রধান
বক্তব্য দিচ্ছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রাশেদ প্রধান বলেছেন, একটি দল যাদের জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, যাদের প্রতিষ্ঠা হয়েছিল গণভোটের মাধ্যমে, তারা আজ নতুন বঙ্গদেশে গণভোট মানতে চায় না। জনগণের চাপে তারা রাজি হলেও বলে বেড়াচ্ছে জাতীয় নির্বাচনের দিন নাকি গণভোটের আয়োজন করবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রতীক-নির্ভর নির্বাচনে হ্যাঁ/না ভোট করে জুলাই আন্দোলনকে অপমান হতে দেব না।

মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামী ও সমমনা ৮ দলের রাজনৈতিক সমাবেশে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, যারা নতুন করে জালেম হতে চাইছে, যারা নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, ভূমি দখল করা শুরু করেছে, যারা নতুন করে রাহাজানি শুরু করেছে, যারা নতুন পরিচয়ে প্রশাসনকে ব্যবহার করতে চাইছে—সেই বিএনপিকে বিনয়ের সঙ্গে বলতে চাই, ১৬ মাস আগে আপনারা মজলুম ছিলেন, নতুন করে জালেম হওয়ার চেষ্টা করবেন না।

তিনি আরও বলেন, আগামী ১৩ তারিখ নতুন করে একটি দল দেওয়ার চেষ্টা করছে, কর্মসূচির নাম নাকি লকডাউন। পুরাতন জালেম আওয়ামী লীগ তাদের লকডাউন জারি করেছে। অর্থাৎ হিন্দুস্তানের সেবাদাস ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে হিন্দুস্তানে লক হয়ে গেছেন। আর দেশে যাদের রেখে গেছেন তারা ১৩ তারিখ ‘ডাউন’ হতে যাচ্ছেন—এটাই হচ্ছে তাদের লকডাউন।

আওয়ামী লীগ ও বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, নতুন জালেম ও পুরাতন জালেম—দুপক্ষকেই একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। আজকের এই মঞ্চের দিকে তাকিয়ে দেখুন—আলেমরা এক হয়েছেন, জালিমদের দিন শেষ। বাংলাদেশের শীর্ষ আলেমরা এখানে বসে আছেন, আছেন অসংখ্য তৌহিদী জনতা এবং অসংখ্য পতাকা। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কোরআন, দেখতে পাচ্ছি ইসলাম। অতএব এখান থেকে আওয়াজ উঠবে, যমুনায় গিয়ে তার শব্দ পৌঁছাবে।

রাশেদ প্রধান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট করতে হবে। আজকে শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাব, তবে অতিসত্বর ঘোষণা না এলে পরে যমুনা অভিমুখে যাত্রা শুরু হবে।


বিজ্ঞাপন


এএইচ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর