মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

অনশনে অসুস্থ তারেক রহমান, ইসি ভবনে প্রস্তুত অ্যাম্বুলেন্স 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

Tarek
বামপাশের ছবিতে অনশনে আম জনতা পার্টির নেতা তারেক রহমান। ডানপাশের ছবিতে দীর্ঘক্ষণ না খেয়ে থাকায় অসুস্থ তিনি। ছবি- ঢাকা মেইল

দলের নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের ভবনের সামনে ৩০ ঘণ্টা ধরে অনশনের জেরে অসুস্থ হয়ে পড়েছেন আম জনতা পার্টির সদস্যসচিব তারেক রহমান। তার জন্য ইসি ভবনের প্রস্তুত রাখা হয়েছে একটি অ্যাম্বুলেন্স।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে তিনি আম জনতা পার্টির নিবন্ধনের দাবিতে অনশন শুরু করেন। বুধবার (৫ নভেম্বর) তারেক রহমান জানান, মৃত্যু না আসা পর্যন্ত তার অনশন চলবে।


বিজ্ঞাপন


দলটির নেতাকর্মীরা জানিয়েছেন, গত ৩০ ঘণ্টায় তারেক রহমান কোনো খাবার গ্রহণ করেননি। স্যালাইন নিতেও অনিহা প্রকাশ করছেন। আমরা অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছি।

এদিকে তারেকের অনশনের প্রতি সংহতি জানিয়েছে বিভিন্ন দল ইতোমধ্যে বক্তব্য দিয়েছে। গণমাধ্যম ব্যক্তিত্বরাও এ নিয়ে সমালোচনা করছেন।

সাংবাদিক আনিস আলমগীর বলেন, যারা জনগণের সঙ্গে আছে তাদের নিবন্ধন না দেওয়া হতাশাজনক। রফিকুল আমীনের মতো বিতর্কিত ব্যক্তিও যদি দল নিবন্ধন পান, তাহলে তারেকের নিবেদিত প্রাণ দলের জন্য কেন নয়।

এর আগে বুধবার (৫ নভেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দেখতে আসেন তারেক রহমানকে। তিনি প্রশ্ন তোলেন, ‘ডেসটিনির দল যদি নিবন্ধন পায়, তারেকের দল কেন পাবে না?’


বিজ্ঞাপন


এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী- এই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন। 

এদিন নিজের দল আম জনতা পার্টি নিবন্ধন না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন তারেক রহমান। এরপর বিকেল থেকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূলক ফটকের সামনে অনশনে বসেন।

এমএইচএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর