শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিএনপির মনোনয়ন: কোথাও বিক্ষোভ কোথাও আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

BNP
দেশের বিভিন্ন জেলায় মনোনয়নবঞ্চিতদের কর্মী-সমর্থকদের বিক্ষোভের কিছু চিত্র। মাঝে ইনসেটে প্রার্থীদের নাম ঘোষণা করছেন মির্জা ফখরুল। ছবি- ঢাকা মেইল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

এদিন পছন্দের প্রার্থীর মনোনয়ন প্রাপ্তির খবরে জেলায় জেলায় আনন্দে মেতে ওঠেন বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা। দেখা গেছে ভিন্ন চিত্রও। মনোনয়নবঞ্চিত হয়ে রাত থেকেই বিভিন্ন আসনে বিক্ষোভও করছেন কিছু মনোনয়নপ্রত্যাশীর কর্মী-সমর্থকরা, যা আজও চলমান। বিভিন্ন জেলা থেকে ঢাকা মেইল প্রতিনিধিদের প্রতিবেদন থেকে তার কিছু চিত্র তুলে ধরা হলো- 


বিজ্ঞাপন


মেহেরপুরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর-অগ্নিসংযোগ

জেলার গাংনীতে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা ১১টায় গাংনী বাসস্ট্যান্ড এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

10


বিজ্ঞাপন


জানা গেছে, মেহেরপুর-১ আসনে সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন এবং মেহেরপুর-২ (গাংনী) আসনে সাবেক এমপি আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়তেই সোমবার রাতেই গাংনী উপজেলায় উত্তেজনা সৃষ্টি হয়। সাবেক এমপি আমজাদ হোসেনের মনোনয়নের প্রতিবাদে জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা গাংনী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ শুরু করেন। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ‘অপ্রত্যাশিত মনোনয়ন মানি না, মানবো না’ বলে স্লোগান দেয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর গাংনী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টহল দেন। পরে মিল্টনের সমর্থকরা বিক্ষোভ করে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে, মনোনয়ন বাতিল না হলে তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন। 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে উভয় পক্ষের নেতাকর্মীরা নিজ নিজ অফিসের সামনে জড়ো হন। একপর্যায়ে জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা আমজাদ হোসেনের অফিসের সামনে গিয়ে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে আমজাদ হোসেনপন্থীরা পাল্টা ধাওয়া দিলে মিল্টনপন্থীরা সরে যান। পরে উত্তেজিত কর্মীরা মিল্টনের অফিসের কিছু অংশ ভাঙচুর করে আসবাবপত্র ও সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন। 

9

প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৯টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং জাভেদ মাসুদ মিল্টনের অফিসে অগ্নিসংযোগ করে। এতে অফিসের সাইনবোর্ড, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফরিদগঞ্জে আগুন জ্বালিয়ে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ হান্নান দলীয় মনোনয়ন না পাওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ করেছেন তার নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড ফরিদগঞ্জ-রায়পুর সড়কে হান্নানের সমর্থকরা সড়ক অবরোধ করে রাখে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করে।

সকাল থেকেই ফরিদগঞ্জ পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাসস্ট্যান্ডে ঝড়ো হন। সেখানে তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে রাখে। ওই সময় তারা মনোনয়ন পাওয়া লায়ন মো. হারুনুর রশিদের বিলবোর্ড ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। যার ফলে আঞ্চলিক সড়কে যানজটের সৃষ্টি হয়।

7

এর আগে সোমবার (৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে একই স্থানে বিলবোর্ড ও টায়ারে আগুন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এম.এ হান্নানের সমর্থকরা। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সাতক্ষীরায় বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের ক্ষুব্ধ সমর্থকরা। 

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা সাতক্ষীরা-কালিগঞ্জ প্রধান মহাসড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। 

8

এসময় বিক্ষোভকারীরা ডা. শহিদুল আলমকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের বক্তব্য, অধ্যাপক ডা. শহিদুল আলম দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সেবা দিয়ে আসছেন। কিন্তু তাকে মনোনয়ন না দিয়ে অন্যকে প্রার্থী করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

গৌরীপুরে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর পরই মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা। সোমবার রাতেই শহরের উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাটবাজারস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

5

এসময় সমাবেশে হিরণের স্ত্রী সাইদা মাসরুর বলেন, ‘১৭ বছর ধরে আমার স্বামী দলের জন্য জীবন বাজি রেখে কাজ করছেন। কখনো ছিলেন জেলে, কখনো পালিয়ে বেড়িয়েছেন। দলের জন্য তিনি সবকিছু উৎসর্গ করেছেন। জুলাই আন্দোলনে আমার স্বামী ছিলেন কারাগারে, আমি মেয়েকে নিয়ে ছিলাম রাজপথে। তার প্রতিদান এভাবে দেওয়া হলো!’

শিবচরে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ

মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে শুরু হওয়া ওই অবরোধের জেরে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে শত শত যানবাহন। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

4

পরে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু বাদ পড়েন। 

এরই প্রতিবাদে লাভলুর কর্মী-সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চরে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কুমিল্লায় দুই উপদেষ্টার মনোনয়ন দ্বন্দ্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লা-৬ (সদর) সংসদীয় আসনে সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি আমিন উর রশিদ ইয়াছিনকে এবার মনোনয়ন না দিয়ে বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, চেয়ারপারসনের উপদেষ্টা ও তিনবারের সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

3

এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৩ নভেম্বর) রাত সোয়া ১১টায় উর রশিদ ইয়াছিনের সমর্থকরা পদুয়ার বাজার বিশ্বরোড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। এছাড়া নগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করে ইয়াছিনের সমর্থকরা। এসময় তারা জোর দিয়ে বলেন, ‘আমরা বিএনপি থেকে ইয়াছিন ভাইয়ের মনোনয়ন চাই। মনোনয়ন না দিলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে কঠোর কর্মসূচি দেব।’

নাটোরে মহাসড়কে আগুন জ্বালিয়ে রাজনের সমর্থকদের প্রতিবাদ

জেলার লালপুরে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে মনোনয়নবঞ্চিত ড. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা প্রতিবাদ করেন। এসময় বনপাড়া-পাবনা মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করে। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলার কদমচিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে প্রার্থী হিসেবে সাবেক ক্রীড়া মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করা হয়। এর পরপরই এ আসনে মনোনয়নবঞ্চিত ড. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে জিল্লুর রহমান নামে তার এক সমর্থক আহত হন। 

2

এরপরই রাজনের কর্মী-সমর্থকরা লালপুর উপজেলার কদমচিনাল এলাকার বনপাড়া-পাবনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এসময় মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় সমর্থকদের সড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফসিএকে মনোনয়ন না দেওয়ায় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচটি স্থানে সড়ক অবরোধ করেন আসলাম চৌধুরীর সমর্থকরা। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে উপজেলার সিটি গেট, ফৌজদারহাট, জলিল, ভাটিয়ারী, বারআউলিয়া, জোড় আমতল ও কুমিরায় মহাসড়ক অবরোধ করে এবং ট্রায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। 

এসময় আসলামের কর্মী-সমর্থকদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এতে পুরো উপজেলায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সমর্থকরা মহাসড়ক থেকে না সরতে অস্বীকৃতি জানায়।

1

সোমবার চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিনের নাম ঘোষণা করা হয়। এতে আসলাম চৌধুরীর অনুসারী বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে মহাসড়কে নেমে আসেন। সন্ধ্যার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচটি স্পটে তারা ব্যারিকেড দেয়।

আসলাম চৌধুরীর সমর্থকরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ ৯ বছর কারাবরণ করেছে আসলাম চৌধুরী। শুধু শহীদ জিয়াউর রহমানের আদর্শকে লালন-পালন করতে গিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছেন আসলাম চৌধুরী। নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা না হয়, ততক্ষণ পর্যন্ত মহাসড়কে থাকার ঘোষণা তাদের।
 
মাগুরায় যুবদলের নয়নের সমর্থকদের ওপর হামলার অভিযোগ

মাগুরা-১ আসন থেকে এবার বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তবে এই আসনে ধানের শীর্ষের প্রার্থী ঘোষণা করা হয়েছে নিতাই রায় চৌধুরীকে। 

12

সোমবার রাতেই নয়ন ফেসবুকে একটি পোস্ট দিয়ে অভিযোগ করেন, মনোনয়ন ঘোষণা হওয়ার পরই তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় নিতাই রায়ের কর্মী-সমর্থকরা। আহত কয়েকজন সমর্থদের ছবিও পোস্ট করেন আলোচিত এই যুবদল নেতা।

মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ডা. ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করা হয়েছে। দলের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এম এ মতিনের কর্মী-সমর্থকরা। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার নওগাঁ–রাজশাহী মহাসড়কের ফেরিঘাট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মান্দা আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপুর নাম ঘোষণা করা হয়েছে, যা তৃণমূল বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে এম এ মতিনকে প্রার্থী হিসেবে পুনর্বিবেচনার দাবি জানান।

খালেদা জিয়া ও তারেক জিয়া প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল

জেলায় জেলায় বিক্ষোভ ও অবরোধের মাঝে ভিন্ন চিত্র দেখা যায় বগুড়ায়। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আনন্দ মিছিল করেন তারা।

11

বগুড়া-৭ আসন থেকে এবার ভোটে লড়বেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এছাড়া রংপুর-৩ এবং ফেনী-১ থেকেও প্রার্থী হয়েছেন তিনি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে। 

এদিকে খালেদা জিয়া দিনাজপুর সদর-৩ (সদর) আসনে প্রার্থী হওয়ায় জেলাজুড়ে শুরু হয়েছে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার। মঙ্গলবার (৪ ন‌ভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের নেতৃত্বে দিনাজপুর শহরে এক বিশাল মোটরসাইকেল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে শেষ হয়। আনন্দ মিছিল হয়েছে ফেনী-১ আসনেও। কারণ, সেখানেও প্রার্থী হয়েছেন খালেদা জিয়া।

তবে শুরু বগুড়া, রংপুর এবং ফেনী নয়, সোমবার রাতে প্রার্থীদের নাম ঘোষণা পরই জেলায় জেলায় আনন্দ মিছিল শুরু করেন মনোনয়নপ্রাপ্তদের কর্মী-সমর্থকরা। বাড়িতে বাড়িতে চলে মিষ্টি বিতরণ। অন্যদিকে বিতর্কের জেরে মাদারীপুর-১ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। আরও কিছু আসনে পরিবর্তন আসতে পারে বলে খবর।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর