শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

আরপিও সংশোধন বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

শেয়ার করুন:

আরপিও সংশোধন বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

আরপিও সংশোধনে জামানত ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকায় উন্নীত করা, জোটবদ্ধ নির্বাচনে প্রতীক ব্যবহারে জটিলতা, প্রার্থীর জামানত দ্বিগুণসহ বেশ কিছু সিদ্ধান্তের বিরোধিতা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এসব পরিবর্তন বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


সাইফুল হক বলেন, নির্বাচন কমিশন জানে না বাংলাদেশে রাজনৈতিক দল কারা। জানলে আরপিও সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতো। ইসির প্রধান স্টেকহোল্ডার রাজনৈতিক দল। দলগুলোর মতামত ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করা অগ্রহণযোগ্য।

নির্বাচনি ব্যয়সীমা প্রসঙ্গে তিনি বলেন, দেশের বাস্তবতার তুলনায় ব্যয়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। অবৈধ অর্থ ও মাফিয়া নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরবর্তী সংসদ কালো টাকার মালিকদের ক্লাবে পরিণত হবে।

সংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের মর্যাদা পুনরুদ্ধার করাই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।

এএইচ/এমএইচএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর