সাংবাদিককে কনুই দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে ঘটনাটি দেখা গেছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানের পর এই ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িতে ওঠার সময় পাশে দাঁড়িয়ে থাকা সিনিয়র সাংবাদিক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোদাব্বের হোসেনকে কনুই দিয়ে ধাক্কা দেন আবদুস সালাম।
বিজ্ঞাপন
রোববার (২ নভেম্বর) ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, একজন মুক্তিযোদ্ধা ও সিনিয়র নেতার কাছ থেকে এমন আচরণ মোটেই শোভন নয়।
বিষয়টি নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম, তবে তখন কিছু বুঝতে পারিনি। পরে ভিডিও দেখে বিষয়টি টের পাই। আবদুস সালাম ভাই ইতোমধ্যে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর বিএনপি নেতার এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মী ও সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অন্যদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এই ঘটনার জন্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টা আসার পর তিনি সিনিয়র সাংবাদিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নিউজ এডিটর মোদ্দাবির ভাইয়ের সঙ্গে কথা বলছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।
শায়রুল কবির বলেন, “সালাম ভাই সিনিয়র সাংবাদিক ভাইকে বলেছেন তিনি এরকম পরিস্থিতির জন্য দুঃখিত। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন। জবাবে মোদ্দাবির ভাই উনাকে বলছেন আপনারা সিনিয়র নেতৃবৃন্দ এই ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আরও সর্তক থাকার চেষ্টা করবেন।
বিইউ/এফএ

