রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজপথের শরিকদের সুখবর জানালেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

শেয়ার করুন:

রাজপথের শরিকদের সুখবর জানালেন তারেক রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে প্রার্থীতা চূড়ান্ত করতে কাজ করছে। অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে একযোগে আন্দোলন করা সমমনা দলগুলোর পক্ষ থেকেও মনোনয়ন প্রত্যাশীদের তালিকা নিয়েছে বিএনপি। তবে কোন কোন আসনে সমমনা দলের নেতাদের ছাড় দেয়া হবে তা সুনির্দিষ্ট করে না জানালেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বিষয়ে কথা বললেন।

দলীয় এক কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা… দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নিবেন দয়া করে।দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গণ্য করবেন।


বিজ্ঞাপন


রোববার (২ নভেম্বর) রাতে দলের এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

গুলশানে হোটেল লেকশোরে বিএনপির প্রবাসে দলের নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহনের কর্মসূচি হিসেবে বিএনপির ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের কার‌্যক্রম উদ্বোধন উপলক্ষ্যে এই অনুষ্ঠান হয়।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদেরকে আমি আবারও স্বাধীনতার ঘোষকের সেই কথাটি স্মরণ করিয়ে দিতে চাই...ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।’

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর