বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

মুকুল বোসের মরদেহ ঢাকায়, আ.লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

মুকুল বোসের মরদেহ ঢাকায়, আ.লীগের শ্রদ্ধা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মরদেহ ভারত থেকে ঢাকায় আনা হয়েছে। দেশে আসার পর তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

রোববার (৩ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে মুকুল বোসের মরদেহ ভারত থেকে ঢাকায় আসে।


বিজ্ঞাপন


আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মরদেহ গ্রহণ করে। এ সময় কফিনটি জাতীয় পতাকা দিয়ে আবৃত করা হয় এবং বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে প্রতিনিধি দল মুকুল বোসের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান ও সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

আগামীকাল সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুকুল বোসের মরদেহে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে।

এর আগে শনিবার (২ জুলাই) কিডনি জটিলতা, হৃদরোগে আক্রান্তসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি জমান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য মুকুল বোস।


বিজ্ঞাপন


চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে মুকুল বোসের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র এক কন্যা রেখে গেছেন।

দীর্ঘদিনের সহযোদ্ধার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি  শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আওয়ামী লীগের সবশেষ কাউন্সিলের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।

কারই/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর