মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ঢাকা

পার্থর কর্মীদের সঙ্গে সংঘর্ষ, ভোলা সদর বিএনপির কমিটি স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ০১:৫১ এএম

শেয়ার করুন:

BNP
ভোলা সদরে বিজেপি ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের একটি চিত্র। ছবি- ঢাকা মেইল

আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষের জেরে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে।

শনিবার (১ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

একইসঙ্গে জানানো হয়েছে, খুলনা জেলা বিএনপির সদস্যসচিব আবু হোসেন বাবু বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মনিরুল হাসান বাপ্পিকে ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

10

এদিকে শনিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে বিজেপির চেয়ারম্যান পার্থ অভিযোগ করেন, বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই তার দলের নিরীহ নেতাকর্মীদের মারধর করে।


বিজ্ঞাপন


এর আগে একই দিন দুপুরে ভোলা সদরের নতুন বাজারে বিজেপির জেলা কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ বিএনপি ও বিজেপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

ওই ঘটনার কয়েক ঘণ্টা না যেতেই ভোলা সদর বিএনপির কমিটি স্থগিত করল বিএনপি। 

বিইউ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর