সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দেশ বহুরূপীদের খপ্পরে পড়ে বিপর্যস্ত: আলাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৫, ০১:৪৫ পিএম

শেয়ার করুন:

দেশ বহুরূপীদের খপ্পরে পড়ে বিপর্যস্ত: আলাল

দেশ বহুরূপীদের খপ্পরে পড়ে বিপর্যস্ত বলে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও স্বার্থসিদ্ধির খেলায় সাধারণ মানুষই প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ধৈর্য ও কৌশল ধরে এগোনোর সময় এসেছে বিএনপির। 

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


আলাল বলেন, বিএনপির এখন ধৈর্য ধারণের সময়। নানান চেহারায় যারা দেশের ক্ষতি করছে, রাজনীতি ও সমাজ সবখানেই তাদের প্রভাব পড়েছে। বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ।

তিনি অভিযোগ করে বলেন, তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছে। জামায়াতের শীর্ষ নেতারা জাসদের লোক ছিল, গলাকাটা পার্টি করতো। ৫ আগস্টের পর থেকে শিবির বের হয়েছে ছাত্রলীগের ভেতর থেকে। তারপরও তারা বলছে, তারা প্রকাশ্যেই ছিল।

বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াত এখন বেশভূষা পাল্টাতে শুরু করেছে। তারা হিন্দুদের নিয়ে সমাবেশ করে বিএনপির বদনাম করছে। কারণ বিএনপি অর্জুন গাছের ছাল— যার প্রয়োজন কেটে নিয়ে যায়।

একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের ভূমিকা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর