দেশ ও সমাজের কল্যাণে ঐক্যবদ্ধ নাগরিক উদ্যোগ ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর নবগঠিত যাত্রাবাড়ী থানা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়, এটি জনগণের সংগঠন। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে, সমাজে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠ সৃষ্টি করা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করা।’
সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সদস্যসচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। তিনি বলেন, ‘যাত্রাবাড়ী থানা কমিটির সূচনা আসলে আমাদের বৃহত্তর নাগরিক আন্দোলনের এক নব অধ্যায়। এখান থেকেই জন্ম নেবে নতুন প্রজন্মের নেতৃত্ব, যারা সাহস, সততা ও দেশপ্রেমকে মূল শক্তি হিসেবে ধারণ করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আপ বাংলাদেশের যুগ্ম প্রধান সংগঠক আবরার হামীম, কেন্দ্রীয় সংগঠক জাহিদুর রহমান ও মহিউদ্দিন হাসান, ঢাকা মহনগর দক্ষিণের আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব কাজী সালমান।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত যাত্রাবাড়ী থানার আহ্বায়ক কামরুল ইসলাম হীরা। প্রোগ্রাম সঞ্চালনা করেন যাত্রাবাড়ী থানা কমিটির সদস্যসচিব মনিরুজ্জামান ফাহিম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সাম্প্রতিক সামাজিক বাস্তবতায় জনগণ আজ সত্যিকারের নেতৃত্ব খুঁজছে। এমন এক নেতৃত্ব, যা দলে নয় আদর্শে বিশ্বাস করে, ক্ষমতায় নয় মানবিকতায় দাঁড়াবে। ‘আপ বাংলাদেশ’ সেই বিশ্বাসের প্রতীক হয়ে উঠছে।’
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় ও দায়িত্ব তুলে ধরেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করেন।
আলোচনা পর্বে যাত্রাবাড়ী এলাকার তরুণ প্রজন্ম, শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সবশেষে দেশ ও জনগণের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও প্রত্যয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এমআর/এএইচ

