ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের নেতৃত্বে পুরান ঢাকাকে চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী গড়তে প্রীতি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। ড. মান্নান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর ইত্তেফাক মোড় থেকে সদরঘাট পর্যন্ত ‘রান উইথ ড. আব্দুল মান্নান’–ম্যারাথনে স্থানীয় সহস্রাধিক মানুষ অংশ নেন। ‘আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা’ লেখা ব্যানার ও পোস্টার ধারণ করেন অংশগ্রহণকারীরা। পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশে তরুণ-যুবক, প্রবীণসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
ড. আব্দুল মান্নান উদ্বোধনী বক্তব্যে বলেন, পুরান ঢাকা আমাদের ঐতিহ্য, কিন্তু আধুনিকতার স্পর্শ থেকে বঞ্চিত। তিনি বলেন, নগরীর আধুনিকায়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একটি নিরাপদ ও উন্নত পুরান ঢাকা গঠন করা প্রয়োজন, যেখানে নাগরিক সুবিধা এবং ঐতিহ্য দুটোর সমান গুরুত্ব থাকবে।
ম্যারাথনের মূল লক্ষ্য ছিল নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা এবং সবাইকে একত্রিত করে পুরান ঢাকাকে উন্নত নগরীতে রূপান্তরের আহ্বান জানানো।
ম্যারাথন শেষে সদরঘাট এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে বক্তারা বলেন, এমন সামাজিক কার্যক্রম তরুণ প্রজন্মের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও উন্নয়ন চেতনা জাগ্রত করবে। ড. আব্দুল মান্নানের নেতৃত্বে আধুনিক পুরান ঢাকা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
এএইচ/ক.ম

