জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশে অস্থিরতা বা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে—এবং এর দায়ভার নিতে হবে প্রধান উপদেষ্টাকে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যতের পথরেখা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দেশকে আমরা কোনো অস্পষ্টতার পথে ঠেলে দিতে পারি না। এখন সবচেয়ে জরুরি হলো—সংবিধান অনুযায়ী দ্রুত নির্বাচন আয়োজন করা। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে।’
গণভোট ইস্যুতে রাজনৈতিক টানাপোড়েনের সমালোচনা করে পাটওয়ারী বলেন, ‘গণভোট আগে হবে না পরে হবে—এ নিয়ে বিএনপি ও জামায়াত কুতর্কে লিপ্ত। এই বিতর্কে না গিয়ে বরং সবাইকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে।’
জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, ‘আপার হাউজ ও লোয়ার হাউজের বিভাজন টেনে বিষয়টিকে জটিল করা হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাবে, গণভোট প্রশ্নে জামায়াত আবার বিএনপির সঙ্গে একজোট হবে। তারা দুই দলই এখন জনগণকে বিভ্রান্ত করছে।’
এম/ক.ম

