শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ঢাকা

তৃণমূল কর্মীদের ওপর হামলা, বিএনপিকে সতর্ক করল জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৬:২০ পিএম

শেয়ার করুন:

Jamat
জামায়াত-বিএনপি। ফাইল ছবি

নওগাঁ, নোয়াখালী ও ঝিনাইদহে জামায়াত কর্মীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপিকে অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। 

বুধবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে তিনি বলেন, মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের বোয়ালিয়া এলাকায় জামায়াতের নারী সদস্যদের নির্বাচনি উঠান বৈঠকে এক যুবক আকস্মিকভাবে প্রবেশ করে তর্কে জড়ায় এবং হামলা চালায়।

একই দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়নে জামায়াতের নারী কর্মীদের কোরআন তালিমের ক্লাসে হামলা চালিয়ে চেয়ার ভাঙচুর ও নারীদের হেনস্তা করা হয়। এতে তালিম ক্লাসটি পণ্ড হয়ে যায়।

এছাড়া গত ২০ অক্টোবর ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নে গণসংযোগে থাকা জামায়াতের নারী কর্মীদের ওপর বিএনপি নেতাদের নেতৃত্বে হামলার অভিযোগ করেন অধ্যাপক পরওয়ার। ওই হামলায় আটজন গুরুতর আহত হন বলে তিনি দাবি করেন।

image-1
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনি সমাবেশ, আলোচনা সভা কিংবা কোরআনের তালিম আয়োজন করা সাংবিধানিক অধিকার। নারী কর্মীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।’

তিনি আরও বলেন, ‘নারী কর্মীদের ওপর হামলা আওয়ামী ফ্যাসিবাদী স্টাইলের কথাই স্মরণ করিয়ে দেয়, যা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয়। বিএনপি নেতৃবৃন্দকে অনুরোধ করছি, যেন তারা তাদের কর্মীদের এ ধরনের অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখেন। অন্যথায় সাধারণ জনগণ এই কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিতে পারে।’

জামায়াতের এই নেতা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈধ ও নিবন্ধিত রাজনৈতিক দল, যা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিপক্ষের হামলা ভয়ভীতি সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি হামলায় আহত নারী ও পুরুষ কর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

পাশাপাশি প্রশাসনের প্রতি সকল দলের জন্য শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

টিএই/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর