প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে গণঅধিকার পরিষদ। বৈঠকে দলটির সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি অংশ নিয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসির সঙ্গে ইসি সচিব আখতার আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
বিজ্ঞাপন
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এমএইচএইচ/ক.ম

