গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোট করতে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে এনসিপি জরুরি সংবাদ সম্মেলনেরও ডাক দিয়েছে। এমন অবস্থার মধ্যে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে সংবাদটি শতভাগ মিথ্যা।
বুধবার (২৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটা জানান তিনি।
বিজ্ঞাপন
পোস্টে রাশেদ খান লিখেছেন, এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে সংবাদটি শতভাগ মিথ্যা। তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন। কারণ গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ক ও অরাজনৈতিক। কিছু করতে গেলে উদারতা, আন্তরিকতা প্রয়োজন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিখেছেন, আমরা বলেছি আগে সবার মধ্যে সেই উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা যাবে। রাজনীতি কোন পুতুল পুতুল বিয়ে দেওয়ার খেলা নয় যে, বিয়ে দিলাম আর ভাঙলাম।
বিইউ/এএস
