রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খালেদা জিয়ার মতো তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে: সালাম পিন্টু

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫০ পিএম

শেয়ার করুন:

খালেদা জিয়ার মতো তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে: সালাম পিন্টু
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম পিন্টু।

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক শিক্ষা উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন করার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়নি শুধু, তার ওপরেও নির্যাতন ও হত্যার চেষ্টা করা হয়েছে, তাকে চিকিৎসা করার জন্য বিদেশে যেতে হয়নি এবং চিকিৎসার সু-ব্যবস্থাও করা হয়নি

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা যুবদল ও পৌর শাখা যুবদলের উদ্যোগে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


thumbnail_1000018649

সালাম পিন্টু বলেন, বেগম খালেদা জিয়া আজকে মুক্ত হয়েও অসুস্থ অবস্থায় তিনি আমাদের ও আপনাদের ছেড়ে যায়নি। বাংলার মাটিতেই অবস্থান করছেন। কাজেই খালেদা জিয়ার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে এবং বাংলাদেশে আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষার একমাত্র প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে।

আরও পড়ুন

‘জনতা আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রের চালকের আসনে দেখতে চায়’

এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে সদস্য সচিব অনির্বাণ আমির দুখু ও পৌর শাখা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস প্রমুখ। এতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবীদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর