শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসার আহ্বান সালাহউদ্দিনের

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ০৭:০৫ এএম

শেয়ার করুন:

Salahuddin
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ (ফাইল ছবি)

জাতীয় স্বার্থে নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (০৮ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সভায় তিনি এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ আদেশে গণভোটের বিষয়টি অন্তর্ভুক্ত করা যেতে পারে। জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন সম্ভব নয়। জুলাই সনদ জারি করা হলো মর্মে প্রজ্ঞাপন জারি হবে, প্রজ্ঞাপনের সূত্র ধরে গণভোট আইন করা হবে। পরবর্তী সংসদ সেটার অনুমোদন দেবে।

জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও ভোটের সময় নিয়ে ঐকমত্য হয়নি। আগামী ১৬ অক্টোবরের মধ্যেই এই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন।

এ নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠক চলছে। এতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মত নেওয়া হচ্ছে। দুটি বিকল্পও তুলে ধরছে কমিশন। এর একটি হলো জুলাই সনদ নিয়ে সংবিধান আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট। অন্যটি সংসদকে দ্বৈত ভূমিকা পালনের ক্ষমতা দেওয়া।


বিজ্ঞাপন


এর আগে, একই দিন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, সবার মতামত সরকারের কাছে উপস্থাপন করবে কমিশন। জনগণও যাতে সব বিষয়ে জেনে ভোট দিতে পারে, সে বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। জুলাই সনদের যে বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট আছে সেগুলোর ওপরও গণভোট হবে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর