রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিখোঁজ জুলাইযোদ্ধা মামুনুর রশীদকে ফেরত চান জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

নিখোঁজ জুলাইযোদ্ধা মামুনুর রশীদকে ফেরত চান জামায়াত আমির
নিখোঁজ জুলাইযোদ্ধা মামুনুর রশীদকে ফেরত চান জামায়াত আমির। ছবি: সংগৃহীত

চার দিন ধরে নিখোঁজ উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদের সন্ধান চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ‘জুলাইযোদ্ধা খ্যাত মাওলানা মামুনুর রশিদ তিন দিনেরও অধিক সময় ধরে নিখোঁজ। তার পরিবার গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তার অবস্থান চিহ্নিত করে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, পরিবারটি সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে প্রশাসনের ভূমিকা আমাদের কাছে স্পষ্ট নয়। সবকিছুর পরে আমরা তাকে দ্রুত ফেরত চাই।’

picture.jpg-
মাওলানা মামুনুর রশিদ: ছবি: সংগৃহীত

এদিকে কে এম মামুনুর রশিদ নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় তিনি ঘটনার তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তার সন্ধান চেয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দেন হাসনাত আব্দুল্লাহ।

প্রসঙ্গত, মাওলানা মামুনুর রশিদের সন্ধান না পেয়ে তার পরিবার গত ২২ সেপ্টেম্বর থানায় একটি জিডি করেছেন বলে জানিয়েছেন তুরাগ থানার ওসি মনিরুল ইসলাম। তিনি জানান, জিডির বাদী নিখোঁজ কে. এম. মামুনুর রশিদের স্ত্রী খাদিজা বেগম। জিডিতে অভিযোগ করা হয়, গত ২২  সেপ্টেম্বর ভোর ৬টার দিকে তার স্বামী কে. এম. মামুনুর রশিদ বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। তিনি তাদের আত্মীয়-স্বজন এবং পরিচিত জনদের সাথে যোগাযোগ করে স্বামীকে খুঁজে পাননি। 

তুরাগ থানার ওসি আরও বলেন, জিডি হওয়ার পর পুলিশের উত্তরা বিভাগের একটি টিম গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। তার মোবাইল ফোনের সিডিআর যাচাই-বাছাই করা হচ্ছে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর