মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আ.লীগের অনুশোচনা নেই, নিউইয়র্কের ঘটনা তার প্রমাণ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

আ.লীগের অনুশোচনা নেই, নিউইয়র্কের ঘটনা তার প্রমাণ: ফখরুল
নিউইয়র্কে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ ও হেনস্তা করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করল’ আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’


বিজ্ঞাপন


বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’

সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ওই সময় তার সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

NEW
ঢাকা থেকে রওনা হওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত তিন দলের পাঁচ নেতা।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও সেখানে ছিলেন।


বিজ্ঞাপন


ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে কয়েকজনকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। এনসিপির দাবি, হামলাকারীরা আওয়ামী লীগের কর্মী।

হামলাও  ঘটনায় তিন দফা দাবি জানিয়ে একটি বিবৃতি দিয়েছে এনসিপি। তাদের দাবিগুলো হলো- হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা, রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দল হিসেবে আওয়ামী লীগের ‘রাজনৈতিক সহিংসতার’ জবাবদিহিতা নিশ্চিত করা।

এনসিপির মিডিয়া সেলের সদস্য ও যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন বলেন, “নিউ ইয়র্কে এনসিপি নেতাদের ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমরা এর প্রতিবাদে রাজপথে নেমেছি।”

তিনি আরও জানান, ঢাকা ছাড়াও দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপির নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর