রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামায়াত একাত্তরের ঘটনায় আজ পর্যন্ত ক্ষমা চায়নি: সাবেক এমপি নাসিরুল

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম

শেয়ার করুন:

জামায়াত ৭১ ঘটনায় আজ পর্যন্ত ক্ষমা চায়নি: সাবেক এমপি নাসিরুল

জামায়াত আজ পর্যন্ত ১৯৭১ সালে তাদের অপরাধ কর্মকাণ্ডের জন্য সরি বলেনি। এমনকি তাদের সভা-সমাবেশে জাতীয় সংগীত গাওয়া হয় না। তার মানে জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতাকে স্বীকার করে না বলে মন্তব্য করছেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও সাবেক বিএনপির এমপি খন্দকার নাসিরুল ইসলাম।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের মধুখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শুভেচ্ছা উপহার বিতরণকালে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


একইদিন বিকেল সাড়ে ৪টায় তিনি বোয়ালমারীতে ১২২টি পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা (আর্থিক সহায়তা) মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেন।

1000131003

তিনি বলেন, গোলাম আজম দেশের স্বাধীনতা চায়নি। এমনকি দেশ স্বাধীনের ৭ বছর পর্যন্ত তারা দেশকে স্বীকার করেনি। এই জামায়াত এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। আর রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য তারা সব ধরনের ফিকির করছে। এসময় জাময়াত-শিবির থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

আওয়ামী লীগের সমালোচনা করে খন্দকার নাসির বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে অনেক রামু ও দিনাজপুরসহ দেশের অনেক জায়গায় হিন্দুদের বাড়ি ও উপাসনালয়ে হামলা হয়েছিল, হামলাকারীরা আওয়ামী লীগের লোকজন হওয়ায় তাদের বিচার হয়নি। যদি হামলার সঙ্গে বিএনপি জড়িত থাকত তাহলে শেখ হাসিনা তাদের বিচার করত।


বিজ্ঞাপন


thumbnail_1000131004

মধুখালী ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে শারদীয়া দুর্গাপূজায় বিএনপির শুভেচ্ছা ১৫৭টি পূজা মণ্ডপের মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে তুলে উপহার তুলে দেন খন্দকার নাসিরুল ইসলাম।

আরও পড়ুন

দেশে আবারও নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে: ফারুক

মতবিনিময় সভায় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি শিবনাথ ভৌমিকের সভপতিত্বে উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা বাকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান মিন্টু, কামারখালী মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক গুরুপদ বিশ্বাস ও কোড়কদি ইউনিয়নের কলয়কান্দা সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি পূর্ণ বিশ্বাস প্রমুখ।

thumbnail_1000131005

এছাড়া একইদিন বিকেল সাড়ে ৪টায়  জেলার বোয়ালমারী জজ একাডেমির চতুর্থ তলায় ১২২টি পূজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারদীয় শুভেচ্ছা (আর্থিক সহায়তা) মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের হাতে তুলে দেন তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর