রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবার বিএনপির সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

BNP business
গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে। ছবি: সংগৃহীত

এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। আজ রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এ বৈঠক করে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।


বিজ্ঞাপন


550085926_1366214904867435_1409581465181904124_n
  
অন্যদিকে ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, তপন চৌধুরী, এ কে আজাদ, নাসিম মনজুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম, ডা. রশিদ আহমেদ হোসেনী প্রমুখ।
 
রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে তৈরি পোশাকশিল্পের মালিকদের একটি প্রতিনিধিদল। গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যার পর তারা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের বাসায় সাক্ষাৎ করেন।

ব্যবসায়ী প্রতিনিধিদলে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার টেক্সটাইলের চেয়ারম্যান তপন চৌধুরী, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ। অন্যদিকে জামায়াতে ইসলামীর শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল আনোয়ারুল আজিম ও চিকিৎসক খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর