রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভাঙ্গায় সহিংস আন্দোলন, বিদেশ থেকে যে বার্তা ‍দিলেন কৃষকদল সম্পাদক 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

ভাঙ্গায় আসন নিয়ে সহিংস আন্দোলন, বিদেশ থেকে কৃষকদল সম্পাদকের বার্তা 
শহিদুল ইসলাম বাবুল: ছবি: সংগৃহীত

ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার প্রতিবাদে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে আন্দোলনকারীরা এবার থানা ও উপজেলা পরিষদে ঢুকে গাড়িসহ ব্যাপক ভাঙচুর চালিয়েছে।

আন্দোলনকারীদের  সহিংসতা পরিহারের অনুরোধ জানিয়ে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও এই আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, এই আন্দোলনকে পুঁজি করে এখন আওয়ামী লীগ ও এলাকার দুই একজন সুযোগসন্ধানী ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছেন। যা খুবই নিন্দনীয় ও অপরিপক্ব চিন্তা।


বিজ্ঞাপন


সোমবার (১৫ সেপ্টেম্বর) সৌদি আরবে অবস্থানরত কৃষকদলের সাধারণ সম্পাদক ফেসবুক পোস্টে এই কথা বলেছেন।

শহিদুল ইসলাম বাবুল এই আসন থেকে আগামী জাতীয় নির্বাচনের বিএনপির সম্ভাব্য প্রার্থী। বর্তমানে তিনি ওমরা করতে সৌদি আরবে অবস্থান করছেন।

পোস্টে কৃষক দল সাধারণ সম্পাদক বলেন, ভাঙ্গার মানুষের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনকে বিভক্ত, প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিক কারনেই মুলত উপজেলা পরিষদ, থানা, মসজিদ ও সাংবাদিকদের উপর নৃশংস হামলা করা হলো।এই কাজ কোন নিরীহ ও বিবেকবান মানুষ করতে পারে না।

তিনি বলেন, আমরা প্রথম থেকেই ভাঙ্গার অখন্ডতার এই শান্তিপূর্ণ আন্দোলনের সাথে ছিলাম, আছি। কিন্তু অবশ্যই এই ধরনের সহিংসতা ও নৈরাজ্যের সঙ্গে নয়। এই আন্দোলনকে পুঁজি করে এখন আওয়ামীলীগ ও এলাকার দুই একজন সুযোগসন্ধানী ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছেন। এই ধরনের কাজ কোন ব্যক্তি বা দলের জন্য ভালো কিছু আনে না। দিনশেষে সত্য ও শান্তির বিজয় অনিবার্য। তাওয়াক্কাল তু আলালল্লাহ।


বিজ্ঞাপন


বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর