সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাকসুর নবনির্বাচিতদের উদ্দেশে যা বললেন সাবেক ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

Nur
ডাকসুর নবনির্বাচিত সদস্যরা ও সাবেক ভিপি নুর।

ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বুধবার (১০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তার প্রত্যাশার কথাও।

নুর লিখেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক এই নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানাই। একইসঙ্গে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যারা ধৈর্য, কৌশল ও দক্ষতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতি সামলে একটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করেছেন।’


বিজ্ঞাপন


নবনির্বাচিত নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি লিখেছেন, ‘আশা করি তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন। যেখানে ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত এবং শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত।’

নুর উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয় যেন শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা, আড্ডা ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি হয়ে ওঠে।

ভবিষ্যৎ নির্বাচনের প্রসঙ্গ তুলে ডাকসু ও হল সংসদের নির্বাচনকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারের অংশ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান নুর। তার মতে, প্রতি বছর সময়মতো নির্বাচন হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের আস্থা ও অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে। সেখানে ২৮টি পদের মধ্যে ভিপি, জিএস এবং এজিএস-সহ ২৩ পদে জয় পেয়েছে ছাত্রশিবিরের প্যানেল।  


বিজ্ঞাপন


এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর