ভাষা, বিজ্ঞান ও গণিতের মতো মৌলিক বিষয় বাদ দিয়ে সংগীতের ওপর জোর জাতির ভবিষ্যতের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দলের নিয়মিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
বিজ্ঞাপন
অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থায় মৌলিক বিষয়গুলোকে উপেক্ষা করে সংগীতের ওপর অযথা গুরুত্বারোপ জাতির ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। বারো বছর পড়াশোনার পরও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা ভাষার মৌলিক বিষয়ে পাস করতে ব্যর্থ হচ্ছে। গণিত ও বিজ্ঞান শিক্ষায় বিশ্বমানের কথা বাদ দিলাম, সাধারণ মানও অর্জন করতে পারছে না। অথচ এ অবস্থায় সরকার সংগীত নিয়ে অতিরিক্ত ব্যস্ত কেন – তা আমাদের বোধগম্য নয়।’
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘মানুষের চরিত্র, মনোভাব ও দৃষ্টিভঙ্গি গঠনে ধর্মের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশের ইতিহাস ধর্মকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। তাই প্রাথমিক পর্যায় থেকেই ধর্মীয় শিক্ষক ও কোরআন শিক্ষক নিয়োগ দেওয়া যৌক্তিক দাবি হলেও অতীত ও বর্তমান সরকার এ বিষয়টি উপেক্ষা করছে।’
তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভাষা, গণিত ও মৌলিক বিজ্ঞানের প্রতি জোর দিতে হবে। পাশাপাশি ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঠিক ধর্মীয় শিক্ষা দিতে হবে।’
সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমসহ কেন্দ্রীয় নেতারা।
বিজ্ঞাপন
এম/জেবি

