রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মার্কিন ও জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

শেয়ার করুন:

মার্কিন ও জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় ঢাকার মার্কিন দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এবং বিকেল ৩টা ৩০ মিনিটে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন তারা।


বিজ্ঞাপন


গণঅধিকার পরিষদের পক্ষে অংশ নেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ও উচ্চতর পরিষদ সদস্য খালিদ হোসেন। বৈঠকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন এর সাথে বৈঠকে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্টও উপস্থিত ছিলেন।

জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকে জাতিসংঘ আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান উপস্থিত ছিলেন।

এম/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর