মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের গভীর শোক
বদরুদ্দীন উমরের মৃত্যুতে তারেক রহমান ও মির্জা ফখরুলের গভীর শোক

জাতীয় রাজনীতির অন্যতম প্রাজ্ঞ চিন্তাবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে এই শোকবার্তা প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।


বিজ্ঞাপন


শোকবার্তায় বিএনপির শীর্ষ দুই নেতা বলেন, বদরুদ্দীন উমর ছিলেন একজন সংগ্রামী, প্রগতিশীল ও চিন্তাশীল বুদ্ধিজীবী। ভাষা আন্দোলন থেকে নব্বইয়ের গণঅভ্যুত্থান—সব ইতিহাসেই তার ছিল প্রত্যক্ষ অবদান। তিনি শুধু একজন লেখক ছিলেন না, ছিলেন জাতির পথপ্রদর্শক।

তারা বলেন, তিনি ছিলেন ব্রিটিশ ভারতের খ্যাতনামা রাজনীতিক আল্লামা আবুল হাশিমের সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরে অক্সফোর্ডে পড়াশোনা শেষে শিক্ষকতা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পরে শিক্ষকতা ছেড়ে যুক্ত হন সক্রিয় রাজনীতিতে।

বিএনপি নেতারা আরও বলেন, তার রাজনৈতিক ও ইতিহাসভিত্তিক লেখাগুলো নতুন প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে। বিশেষ করে স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনে তার তাত্ত্বিক অবস্থান আমাদের প্রগতির পথ দেখিয়েছে।

শোকবার্তায় তারেক রহমান ও মির্জা ফখরুল বলেন, বদরুদ্দীন উমর ছিলেন জাতীয় রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক অঙ্গনের অভিভাবকসুলভ কণ্ঠ। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহসা পূরণ হবার নয়। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর