ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীরা দেশের ব্যাংকিং খাতকে পুরোপুরি ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংকের উদ্যোগে ‘১৫ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
বিজ্ঞাপন
দুদু বলেন, ‘শেখ হাসিনা ও তার দোসররা সীমাহীন লুটপাট করে ব্যাংক সেক্টরকে একেবারেই ধ্বংস করে দিয়েছে। সেই টাকা ফেরত আনবেন এই প্রতিশ্রুতি বর্তমান সরকারপ্রধান দিয়েছিলেন। তিনি এখনো সেই প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তার যে ভাবমূর্তি দেশে-বিদেশে আছে, আশা করি তিনি টাকা ফেরত আনতে পারবেন।’
নির্বাচিত সরকারের সম্ভাবনা সম্পর্কে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তারা বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সক্ষম হবে।’
শেখ হাসিনা ২০০৮ সাল থেকে জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে- এমন অভিযোগ এনে দুদু বলেন, গণহত্যা, ব্যাংক লুটপাট এবং ভোট কারচুপির জন্য তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’
তিনি বলেন, ‘বিগত ১৫ বছরে শেখ হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করার শামিল। মুক্তিযুদ্ধের মূল বিষয় ছিল স্বাধীনতা ও গণতন্ত্র এবং গণতন্ত্র মানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান।’
বিজ্ঞাপন
দুদুর অভিযোগ, ‘শেখ হাসিনা সেই নির্বাচন হতে দেননি এবং ভোট চুরি করেছেন। তিনি দেশকে ফাঁকা করে দিয়েছেন। তাকে ফিরিয়ে আনতে হবে, বিচার করতে হবে এবং তার সাজা কার্যকর করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক শাখা জিয়া পরিষদের সভাপতি মো. সুজাউদ্দৌলা।
এএইচ

