রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে: মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১২ পিএম

শেয়ার করুন:

অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না। অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে।

শনিবার (৬সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর বেধড়ক মারধরে গুরুতর আহত ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি একথা বলেন।


বিজ্ঞাপন


মির্জা আব্বাস বলেন, নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। সুষ্ঠু তদন্ত করে এর দ্রুত বিচার দাবি করছি।

নুরকে বিদেশে চিকিৎসার কথা বলা হলেও এখনও না পাঠানোর কারণে হতাশা প্রকাশ করে তিনি বলেন, তাড়াতাড়ি উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হোক। সে দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসুক সেটিই চাই।

আব্বাস বলেন, টার্গেট করে কিছু লোকের ওপর হামলা হচ্ছে। সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। যদি না হয় বুঝবো সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না।

তিনি আরও বলেন, মাজার ভাঙ্গাসহ অস্থিরতা বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আরও কিছু সামনে ঘটতে পারে। এক শ্রেণির লোক চাচ্ছে যেন নির্বাচন না হয়।


বিজ্ঞাপন


বিইউ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর