রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

শেয়ার করুন:

jamat
রাজবাড়ীর এই ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিক্রিয়া জানান।


বিজ্ঞাপন


বিবৃতিতে জামায়াত নেতা বলেন, নুরুল হক জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু মৃত্যুর পর কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। এ ধরনের ঘটনা মানবিক ও ধর্মীয় মূল্যবোধের চরম লঙ্ঘন।

আরও পড়ুন

নুরাল পাগলের দরবারে পুলিশের গাড়ি ভাঙচুরে মামলা, আসামি ৩৫০০

‘মাজার ভাঙা ও লাশ পুড়িয়ে দেওয়া রাসুলের শিক্ষা নয়’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামি আদর্শভিত্তিক দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড জামায়াত বরদাশত করে না। অথচ এ ঘটনার সঙ্গে জামায়াতের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

জামায়াত নেতা বলেন, দেশে আইন ও বিচারব্যবস্থা বিদ্যমান। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং সংশ্লিষ্ট মহলকে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ করেন।


বিজ্ঞাপন


টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর