রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জাপা মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

গণঅধিকার পরিষদ নিষিদ্ধের দাবি জাপা মহাসচিবের
কথা বলছেন শামীম হায়দার পাটোয়ারী। ছবি: সংগৃহীত

‎জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। অন্যথায় তাদের তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় তিনি গণঅধিকার পরিষদ নিষিদ্ধেরও দাবি জানান। 

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টি অফিসের অগ্নিসংযোগের পর তিনি দেখতে এসে এসব কথা বলেন।

পাটোয়ারী আরও বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এখন পর্যন্ত ৪ দফা হামলা করেছে। আজকে সর্বশেষ তারা হামলা চালিয়ে অফিসের নিচ তলায় কার্পেটে আগুন লাগিয়ে দেয়। দ্বিতীয় তলায় চেয়ারম্যানের রুমে কাচ ও গ্রিল ভেঙে আগুন ধরিয়ে দেয়।


বিজ্ঞাপন


হামলাকারীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তেরও দাবিও জানান শামীম হায়দার পাটোয়ারী।

এছাড়াও, তারা আমদের প্রকাশনার রুমে আগুন জ্বালিয়ে আমাদের সব বই পুস্তক জ্বালিয়ে দিয়েছে। এসব সন্ত্রাসীর বিরুদ্ধে যদি এখনই সরকার কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আদালতের দ্বারস্থ হয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।

শামীম হায়দার আরও বলেন, আমরা সন্ত্রাসবিরোধী আইনে গণঅধিকার পরিষদের নিষেধাজ্ঞা চাই। আমরা মনে করে এই দলটি রাজনীতি করার অধিকার হারিয়েছে। আমাদের যে আরপিও আছে, সে অনুযায়ী নির্বাচন কমিশন থেকে এ দলকে ব্যান করা উচিত।

একেএস/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর