রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাতীয় পার্টি অফিসের সামনে থমথমে পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

জাতীয় পার্টি অফিসের সমানে থমথমে পরিস্থিতি

‎রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে। এতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে কার্যালয়টির সামনে পরিস্থিতি থমথমে। ‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ প্রতিবেদন লেখার সময় এমন অবস্থা দেখা গেছে। 
 
শুক্রবার সন্ধা ৭টা ১০ মিনিটে জাতীয় পার্টির অফিসের নিচতলা ও দ্বিতীয় তলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ‎এ ঘটনার পর দলটির নেতাকর্মীরা মিছিল নিয়ে কার্যালয়ে আসতে শুরু করেছেন। এমন পরিস্থিতিতে দুই পক্ষের লোকজন মিছিল করতে দেখা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে  আনতে দফায় দফায় টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধা ৭টার পর পর বিক্ষোভকারীরা জাতীয় পার্টির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে গিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়াপাল্টা হয়।
 
‎ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তিনি বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করতে হয়েছে।  এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পরিস্থিতি যেন আর সংঘর্ষে রূপ না নিতে পারে, সেজন্য আমাদের বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার। বলেন, ‘আমরা জাতীয় পার্টির কার্যালয়ে আগুনের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

একেএস/ক.ম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর