রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে: জাহিদ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

শেয়ার করুন:

শেখ হাসিনা বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে: জাহিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তার দোসররা এখনও বাংলাদেশে সক্রিয়। তারা প্রশাসনের ভেতরে আছে, আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে আছে, এমনকি আমাদের বাড়ির আশপাশেও রয়েছে। কাজেই তারা যেন কোনো অবস্থাতেই মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য আমাদের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জাপা নিষিদ্ধসহ তিন দাবি রেখে সড়ক ছাড়ল গণঅধিকার পরিষদ 

জাহিদ হাসান বলেন, আমরা যারা ৫ আগস্টের আন্দোলনে রাজপথে ছিলাম। তাদের সব রাজনৈতিক দলের নেতাকর্মীকে গণতন্ত্রের পূর্ণ উদ্ধারের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান যেমন আহ্বান জানিয়েছেন, আমরাও সেই আহ্বানে সাড়া দিয়ে একসঙ্গে এগিয়ে যাব।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে- দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের দায়িত্ব জনগণের হাতেই। কোনোভাবেই নিজেদের মধ্যে বিভেদ বা বিভাজন সৃষ্টি করা যাবে না। জনগণের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। কারণ তারাই আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের হাতে দায়িত্ব তুলে দেবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

সভায় উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম প্রমুখ।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর