রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নুরের ওপর হামলার প্রতিবাদে বুধবার দেশজুড়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

শেয়ার করুন:

নুরের ওপর হামলার প্রতিবাদে  বুধবার দেশজুড়ে বিক্ষোভ
নুরের ওপর হামলার প্রতিবাদে বুধবার দেশজুড়ে বিক্ষোভ। ফাইল ছবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেশের সব জেলা, মহানগর ও রাজধানী ঢাকায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে গণঅধিকার পরিষদ জানায়, নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর ‘বর্বরোচিত হামলা’র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের গণতন্ত্রকামী জনগণকে এই বিক্ষোভে অংশ নিয়ে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ জানানোর আহ্বান জানানো হচ্ছে।

এর আগে গত শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন নেতা কর্মী আহত হন। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। 

এএইচ/এআর 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর