ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই কিন্তু শয়তানি ছাড়ে নাই। ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করেছে। সেখানে বসে আওয়ামী লীগ, ছাত্রলীগকে উস্কায়ে দিয়ে বলে তোমরা গোলমাল কর, মিছিল কর, মারামারি কর, নেতাদেরকে মারো।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিএনপির স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচির আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন ফখরুল।
নেতাকর্মীদের জিয়ার আদর্শ ধারণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের মতো চাটার দলে পরিণত হওয়া যাবে না। তাহলে বিএনপিকেও মানুষ ভালোবাসবে না।
ষড়যন্ত্রকারীদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ার দিয়ে মির্জা ফখরুল বলেন, যদি আপনাদের কারও ওপরে কোনো হাত পড়ে, আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দেবেন।’
বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার আমলে মিডিয়া কথা বলতে পারেনি, এখন পারছে। বিএনপি আসলে আরও ভালো পারবে।’
বিজ্ঞাপন
ডাকসু নির্বাচনে দলের নেতাকর্মীদের কোনো ধরনের হট্টগোল না করার নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে যেসব নেতাকর্মী অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকেও হুঁশিয়ার করেন বিএনপি মহাসচিব।
অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজব বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেন মির্জা ফখরুল।

