যৌথ বাহিনীর সদস্যদের বেধড়ক মারধরে গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তিনি দুর্বৃত্তদের হামলায় আহত জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সভাপতি খন্দকার লুৎফর রহমানকেও দেখতে যান।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে নুরুল হক নুর ও অন্য একটি বেসরকারি হাসপাতালে খন্দকার লুৎফর রহমানকে দেখতে যান বিএনপি মহাসচিব। এসময় তিনি তাদের শারীরিক খোঁজখবর নেন। চিকিৎসকদের সঙ্গে নুরের চিকিৎসা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব।
বিজ্ঞাপন
গত শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর যৌথ বাহিনীর সদস্যরা নুরের নেতাকর্মীদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে নুরকে বেধড়ক পেটানো হয়। এতে গুরুতর আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
আরও পড়ুন
নুরের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা
‘ফেব্রুয়ারিতেই ভোট, ৫০ বছরেও আ.লীগের ফেরার সম্ভাবনা দেখি না’
শুরুতে তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।
অন্যদিকে সোমবার রাতে বিজয়নগরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি খন্দকার লুৎফর রহমানকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। এ হামলায় তার ডান হাঁটু, ডান হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং একাধিক স্থানে সেলাই দিতে হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
বিইউ/জেবি

